মোবাইল এর কিছু অজানা তথ্য জেনে নিন, না দেখলে মিস

আসসালামুআলাইকুমআশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন

মোবাইল ব্যবহার করছেন, তবুও কিছু তথ্য হয়ত আপনার এখনও অজানা  রয়ে গেছে । 

যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাওকে ফোন করে জিজ্ঞাস  করার সুযোগও নেই, অনেকদিন ধরে সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের নাম্বার টি ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন ।  এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন ।  এতে করে  নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো  অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।  


আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন
 নিজের নাম্বার জানতে  *১১১*৮*২#
নিজের নাম্বার জানতে  *২#
ব্যালেন্স জানতে  *৫৬৬#
রিচার্জ  করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর  থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার  ০১৭১১-৫৯৪৫৯৪


আপনি যদি বাংলালিংক  ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *৫১১#
নিজের নাম্বার জানতে  *৬৬৬#
ব্যালেন্স জানতে  *১২৪#
রিচার্জ  করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২ 
যে কোনো অপারেটর  থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১


আপনি যদি এয়ারটেল  ব্যবহার করে থাকেন
 নিজের নাম্বার জানতে  *১২১*৬*৩#
ব্যালেন্স জানতে  *৭৭৮#
রিচার্জ  করতে *৭৮৭* গোপন নাম্বার # 
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর  থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬



আপনি যদি রবি ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১৪০*২*৪#
ব্যালেন্স জানতে  *২২২#
রিচার্জ  করতে *১১১* গোপন নাম্বার #  
কাস্টমার কেয়ার : কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
যেকোনো  অপারেটর  থেকে রবি  কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০


আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে 
ব্যালেন্স জানতে  *১৫২#
রিচার্জ  করতে *১৫১* গোপন নাম্বার #  
কাস্টমার কেয়ার : ১২১ 
যেকোনো  অপারেটর  থেকে টেলিটক  কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০ 


জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায়  সিটিসেল এ ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে । 
আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে,  কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা  করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।
ব্যালেন্স জানতে বা দেখতে  *৮৮৭  ডায়াল 
ব্যালেন্স শুনতে  *৮১১  ডায়াল  
রিচার্জ  করতে *৮৮৮  ডায়াল 
কাস্টমার কেয়ার : ১২১ 
যেকোনো  অপারেটর  থেকে সিটিসেল  কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১ 


তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা ।  সাধারণত যে যে অপারেটর ব্যবহার করেন শুধু সে সম্পর্কে  জানেন, অন্য অপারেটর সম্পর্কে ধারণা কম থাকে, তাই কাউকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা খুব একটা করা হয়না, আশা করি এ টিউন এর মাধ্যমে আপনি তার কিছুটা হলেও জানতে ও করতে পারবেন।


সবাইকে  ধন্যবাদ ।

হেডফোন ছাড়া মোবাইলে রেডিওশুনুন !!!


হেড ফোন ছাডা মোবাইলে রেডিওশুনুন খুব সহজে। ধরুন আপনার হেড ফোনটা হারিয়ে গেছে। এখন রেডিও শুনতে পারছেননা???

চিন্তারকোন কারন নাইআমি আছি না। একটা কাজ করেন, সিগারেটের প্যাকেটের ভিতর সিলভারের যে কাগজটা থাকে তা সংগ্রহ করে হেড ফোনের মাথার মত চিকন করে মোবাইলের ইয়ার ফোনের সকেটে ঢুকিয়ে দিন, এবার দেখুন আপনার মোবাইলে ইয়ার ফোনের চিহ্ন আসবে, ব্যাস কাজ শেষ এবার আরামচে রেডিও শুনুন।





চার্জ নেই মোবাইলে !!! তবুও কথা বলুন নিশ্চিন্তে...

বর্তমান মাল্টিমিডিয়া সেট গুলোতে প্রায় ই দেখা যায় যে ব্যাটারীতে চার্জ শেষ হয়ে আসলে যখন লো ব্যাটারী শো করে তখন আর কোথাও কল করা যায় না। আর যদি ইমারজেন্সি কোন কল করার প্রয়োজন পরে তাহলে তো খুব ঝামেলা পোহাতে হয়। কিন্তু চার্জ এর ক্রান্তিকালে তখন ও কল করা সম্ভব!! কিভাবে? চলুন দেখিঃ এ পদ্ধতিটা শুধুমাত্র নোকিয়া ব্যবহারকারি দের জন্য। সকল নোকিয়া ফোন কিছু চার্জ রিজার্ভ করে থাকে আর সেটাই আমরা ব্যবহার করতে পারি। আর সেজন্য আপনাকে *3370# চাপতে হবে, তারপর আপনার ফোন রিস্টার্ট নেবে না নিলেও ফোন সেটটি বন্ধ করে আবার ওপেন করুন দেখবেন ফোন চার্জ ৫০% বেড়ে গেছে!! ব্যাস ব্যবহার করে নিন সেটুকু। ডি আক্টিভেট করতে পুনরায় *3370# চাপুন। পুনরায় যখন্ন চার্জ করবেন তখন ফোন সিস্টেম রিজার্ভ চার্জ টুকু আবার করে নিবে।

রিচার্জ করে দিন আপনার বন্ধুর মোবাইলে


এখন ক্রাচ কার্ড দিয়ে আপনার মোবাইল থেকে [ গ্রামীনফোন / রবি / এয়ারটেল ] রিচার্জ করে দিন আপনার বন্ধুর মোবাইলে !

গ্রামীনফোন -


গ্রামীনফোন রিচার্জ করতে *555*গোপন নাম্বার*যে জিপি নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বার#

রবি -


রবি নাম্বারে রিচার্জ করতে *111*গোপন নাম্বার*আপনার বন্ধুর রবি নাম্বার#

এয়ারটেল-

এয়ারটেল নাম্বারে রিচার্জ করতে *787*গোপন নাম্বার*আপনার বন্ধুর এয়ারটেল নাম্বার#

অন্যান্য অপারেটর দিয়ে করার ট্রিক জানলে পরে দেওয়া হবে। আপনি জানলে কমেন্টে শেয়ার করতে পারেন।



বিরক্তিকর কলারকে ব্লক করুন


***বিরক্তিকর কলারকে ব্লক করুন কোনো সফ্টওয়্যার ছাড়াই, টাকা ছাড়াই***

অনেক সময় আমাদের মোবাইল বিরক্তিকর কল আসে সেটা বন্ধকরতে আমরা বেছে নেই CallBlock Service সেজন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয়। এমনকি অনেকে বিভিন্ন প্রকার Call block সফ্টওয়্যার ওব্যবহার করি। কিন্তু আমরা বেশিরভাগই এই ২পদ্ধতির কোনোটাই ব্যবহার করিনা বা করতে চাইনা। তাই এসব জামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দিবো। আসুন দেখে নেই টিপসটি-----
***জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এর জন্য***
প্রথমে আপনার মোবাইল এর CallDivert Option যান (VoiceCall) এরপর সেখান থেকে Divert When Busy/If busy তে চাপুন এবং Active চাপুন।
তারপর To Other Number নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন।
) GP এর জন্য 1266
) Robi এর জন্য 8121
) Banglalink এর জন্য 770
) Airtel এর জন্য 789
এবার ফলাফলঃ
এখন থেকে যে কলারই আপনাকে কল করুক না কেন আপনি শুধু Call টা কেটে দিন। এখন যে আপনাকে Call করছে তার ১২টা বাজতে শুধু করছে। অর্থাত্তার মোবাইল Call টা রিসিভ হয়ে গেছে। ভয় নেই আপনার টাকা কাটবেনা।
আরেকটি পদ্ধতি হলো--- আপনার মোবাইল "Screnning Option" থাকলে সেখানে গিয়ে List বিরক্তিকর কলার নাম্বার এড করুন ব্যাস